মুস্তাফিজের জোড়া আঘাতে বিপদে জিম্বাবুয়ে

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

মুস্তাফিজের জোড়া আঘাতে বিপদে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দুই ওভারে তাসকিনে জোড়া উইকেট নেওয়ার পর এক ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতে বিপদে পড়েছে জিম্বাবুয়ে। এরআগে নাজমুল হোসেন শান্তর দারুণ ইনিংসে ভর করে জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।  

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩২ রান তুলতেই সৌম্য ও লিটনকে হারিয়ে বসেছে টাইগাররা।

শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২০ বলে এক চারে সাকিব করেন ২৩ রান করে আউট হন সাকিবও।

নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করেন। আউট হওয়ার আগে এ ওপেনার খেলেছেন ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৫ বলে ৭১ রানের ইনিংস।

যা তার ক্যারিয়ারসেরা।  

শান্ত'র ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ১৫০ রান। শেষ তিন ওভারে আশানুরূপ ব্যাট করতে পারেনি বাংলাদেশ। শেষ তিন ওভার থেকে এসেছে মাত্র ২৪ রান।  

প্রথম ১০ ওভারে রান ছিল ৬৩, শেষ ১০ ওভারে এলো ৮৭। কোনোমতে হলো দেড়শ রান।

শুরু থেকে একপ্রান্ত ধরে রেখে দলীয় সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন ওপেনার শান্ত। ফিফটির পর ১৬তম ওভারে ১৭ রান নেন শান্ত। তবে পরের ওভারেই তাকে থামিয়ে দিলেন সিকান্দার রাজা।

শেষ ওভারে গাভারার দ্বিতীয় ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ বলে ৭ রান এসেছে তার কাছ থেকে। পরের বলেই রানআউট হয়ে ফিরেছেন নুরুল হাসান সোহান। মাত্র ১ রান করতে পেরেছেন তিনি।

শেষ ২ বলের জন্য ব্যাট হাতে নামেন মিরাজের বদলে একাদশে সুযোগ পাওয়া ইয়াসির আলি রাব্বি। তিনি এক রান নিয়ে আফিফকে স্ট্রাইক দেন। শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন আফিফ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৭ (শান্ত ৭১, সৌম্য ০, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯, মোসাদ্দেক ৭, সোহান ১, ইয়াসির ১*; এনগারাভা ৪-০-২৪-২, মুজারাবানি ২-০-১৩-২, চাটারা ৩-০-১৮-০, রাজা ৪-০-৩৫-১, ইভান্স ৩-০-৩২-০, মাধেভেরে ২-০-১৮-০, উইলিয়ামস ২-০-১০-১)

news24bd.tv/কামরুল