জানুয়ারি থেকে প্রাথমিকের ক্লাস এক শিফটে

সংগৃহীত ছবি

জানুয়ারি থেকে প্রাথমিকের ক্লাস এক শিফটে

আগামী জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ক্লাস এক শিফটে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের বদলি পুরোপুরি অনলাইনে করা হবে। এ মাসের ১৫ তারিখের মধ্যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কাজ শেষ হবে। ’

রোববার (৩০ অক্টোবর) রাজধানীতে এক বিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর কাজ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা হয়। সব প্রাথমিক বিদ্যালয়ের মান ভালো করার কাজ করছে মন্ত্রণালয়।

তবে, এখন মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কারণে সন্তানদের দামি স্কুলে পড়ানোর প্রবণতা বেড়েছে। ’

সচিব বলেন, ‘আগামী পহেলা জানুয়ারিতে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন। ’

news24bd.tv/ইস্রাফিল