রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ৫০ কেজি গাঁজাসহ মনিন্দ চন্দ্র সরকার (৫০) নামে একজনকে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে মনিন্দকে আটক করা হয়।
আটককৃত মনিন্দ মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, হবিগঞ্জ থেকে কয়েকজন কারবারি মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকার দিকে আসছে- এমন খবরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালানো হয়।
নোমান আহমদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাধে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করার কথা স্বীকার করেছে মনিন্দ। মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় সোপার্দ করা হবে। ’
news24bd.tv/মামুন