নটিংহামকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল 
নটিংহামকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল 

নটিংহামকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল 

অনলাইন ডেস্ক

আগের রাতে লেস্টার সিটির বিপক্ষে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সে জায়গা পুনরুদ্ধার করল আর্সেনাল। রোববার শীর্ষে ফেরার দিনে নটিংহাম ফরেস্টকে রীতিমতো উড়িয়ে দিয়েছে গানার্সরা। হারিয়েছে ৫-০ গোলে।

গতকাল রাতে লিগ ম্যাচে ২৩ বছর পর নটিংহাম ফরেস্টের দেখা হয় আর্সেনালের সঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর সেই দেখা স্মরণীয় করে রাখতে আগের ম্যাচ থেকে অনুপ্রেরণাও খুঁজে নিয়েছিল নটিংহাম্পশায়ারের ক্লাবটি। যে ম্যাচে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছিল তারা। তবে আর্সেনালের বিপক্ষে ম্যাচ স্মরণীয় করে রাখা তো হয়ইনি, উল্টো হেরেছে বেশ বাজেভাবে।

এমিরেটসে এদিন মাঠের শুরু থেকেই দাপট ছিল স্বাগতিকদের। গোলও এসে যায় খুব দ্রুত। ৫ মিনিটেই বুকায়ো সাকার পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলি এগিয়ে নেয় আর্সেনালকে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে অতিথিদের ওপর ঝড় বয়ে যায়। বিরতি থেকে ফেরার ৮ মিনিটের মধ্যে দুটি গোল আদায় করে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা।

দুটি গোলই করেন রেইস নেলসন। ৪৯ ও ৫২ মিনিটে গোল দুটি করেন তিনি। এরপর ৫৭ মিনিটে টমাস পার্টে এবং ৭৮ মিনিটে নটিংহামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মার্টিন ওডেগার্ড। দুর্দান্ত এ জয়ের পর ১২ ম্যাচে শীর্ষে ওঠা আর্সেনালের পয়েন্ট ৩১।

news24bd.tv/সাব্বির