রওশনের ডাকা জাপার সম্মেলন স্থগিত
রওশনের ডাকা জাপার সম্মেলন স্থগিত

রওশন এরশাদ

রওশনের ডাকা জাপার সম্মেলন স্থগিত

রওশন এরশাদের ডাকা আগামী ২৬ নভেম্বরের জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাতে রওশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা গণমাধ্যমে প্রকাশে অনুমোদন দেন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

রওশনের ডাকা সম্মেলনকে কেন্দ্র করেই জাতীয় পার্টিতে হঠাৎ অস্থিরতা দেখা দেয়। এরপর তার পক্ষে অবস্থান নেওয়ায় মসিউর রহমান রাঙাসহ বেশ কয়েকজন নেতাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।

news24bd.tv/ইস্রাফিল