দরজায় কড়া নাড়ছে আরও একটি ফুটবল বিশ্বকাপ। আট ঘাট বেধে মাঠে নেমে পড়েছে ৩২টি দল। যেখানে সবার লক্ষ্য একটায়, স্বপ্নের বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা। কাতারের মূল বিশ্বকাপে মাঠে গড়ানোর আগে ফিফার আয়োজনে ভারতে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
গতকাল রোববারের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচে কোনো গোল করতে পারেনি স্পেন। স্পেনের জয় আসে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার আনা গুজম্যানের আত্মঘাতী গোলে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৮২ মিনিটে স্পেনের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল ঢুকিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার। ম্যাচের বাকি সময় কলম্বিয়া গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেখানেও এই স্কোরলাইন ছিল।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে কলম্বিয়াকে ব্যস্ত রেখেছিল স্পেনের মেয়েরা। তবে ফিনিংশের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল আসছিল না। কলম্বিয়াও গিয়েছে পাল্টা আক্রমণে তবে সাফল্য মেলেনি।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় কলম্বিয়ার জালে বল পাঠিয়েছিল স্প্যানিশ তরুণী লিব্রান। তবে তার আগে হ্যান্ডবল হওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয় তার গোলটি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে তারায়। নিজেদের ভুলে শিরোপার খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি কলম্বিয়ান মেয়েদের।
news24bd.tv/আমিরুল