গত ২৫ বছরে দেশের বায়ু দূষণ বেড়েছে ২৩ ভাগের মতো। এর ফলে শুধু রাজধানীতেই ১ কোটির বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩১) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের কারণে প্রতিবছর সাড়ে ছয়শ’ কোটি ডলারের সমপরিমাণ উৎপাদনশীলতা হারাচ্ছে বাংলাদেশ। আর স্বাস্থ্যসেবার পেছনে মানুষের মাথাপিছু ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৪ টাকা। শুধু বায়ুদূষণই নয়, প্লাস্টিক দূষণের কারণেও দেশের অর্থনীতি ও স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে উঠে আসে প্রতিবেদনে।
তবে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, শিল্পের কারণে নয়, বরং ইটের ভাটার ধোয়ার এবং উন্মুক্তভাবে নির্মাণ কাজই বায়ু দূষণের জন্য বেশি দায়ী।
news24bd.tv/ইস্রাফিল