সিলেট-শারজাহ বিমানের ফ্লাইট চালু আগামীকাল
সিলেট-শারজাহ বিমানের ফ্লাইট চালু আগামীকাল

সংগৃহীত ছবি

সিলেট-শারজাহ বিমানের ফ্লাইট চালু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হবে এ কার্যক্রম।

এদিন বিমানের ফ্লাইট বিজি ২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত সাড়ে ৯টায়। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টায় শারজাহ-এর উদ্দেশে যাত্রা করবে।

ফ্লাইটটি শারজাহ পৌঁছাবে ২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে সকাল ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে।

উল্লেখ্য, ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক