বিশ্বকাপে সবার শীর্ষে তাসকিন
বিশ্বকাপে সবার শীর্ষে তাসকিন

সংগৃহীত ছবি

বিশ্বকাপে সবার শীর্ষে তাসকিন

অনলাইন ডেস্ক

তিন ম্যাচের দুটিতে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য এটি। চলমান বিশ্বকাপে দুই জয়ের পেছনেই বড় অবদান টাইগার পেসার তাসকিন আহমেদের। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর প্রাধান্য বিস্তার করছেন তাসকিন।

বাংলাদেশের দুই জয়ের ম্যাচের সেরাও হন তিনি। শুধু তাই নয়, তিন ম্যাচে আট উইকেট নিয়ে এখন পর্যন্ত সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট তার।

ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়াটা যেন অভ্যাসে পরিণত করেছেন তাসকিন। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার পর সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ওভারে উইকেট নেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বড় পুঁজিও গড়তে পারেনি টাইগার ব্যাটাররা। ১৫১ রানের অল্প পুঁজি নিয়ে বল হাতে মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে রোডেশীয়দের ব্যাটিং লাইন-আপে ধস নামান তাসকিন।

ম্যাচশেষে এক প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, আমি আমার মূল বিষয়ে ওপর মনোযোগ দিয়েছি এবং ফল পেয়েছি। উইকেট ধীরগতির ছিল। এখানে আমরা দ্রুত মুভমেন্ট এবং সহায়তা পেয়েছি। তাই সবকিছু ঠিকঠাক চলছে।

সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৭ উইকেট নিয়ে তাসকিনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান। এছাড়া সমান সংখ্যক উইকেট ভারতের তরুণ পেসার আর্শদীপ সিংয়েরও।

সুপার টুয়েলভের সর্বোচ্চ উইকেটশিকারি যারা
তাসকিন আহমেদ -৮ উইকেট
স্যাম কারান -৭ উইকেট
আর্শদীপ সিং- ৭ উইকেট
এনরিখ নর্কিয়া- ৬ উইকেট
ট্রেন্ট বোল্ট - ৬ উইকেট

news24bd.tv/আলী