২৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি

টানা তিনদিনের অব্যাহত যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে। বিশেষ করে দাউদকান্দি টোলপ্লাজা থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ২৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার বিকেলে শুরু হওয়া গাড়ির লাইন বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেবল দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। সেই সাথে ভোগান্তি ও দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।

ভোগান্তিতে পড়া অনেক যাত্রীই গন্তব্যে পৌঁছতে না পেরে মাঝপথ থেকে ফিরে গেছেন। আর যাদের গন্তব্যে যাওয়া একান্তই প্রয়োজন তারা বাধ্য হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।

মঙ্গলবার বিকেল থেকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়। গাড়ির সে জট থাকতে থাকতেই রাত গড়িয়ে বুধবার সকালে কুমিল্লার চান্দিনা থেকে যানজট শুরু হয়।

আর বিকেল পর্যন্ত এর দীর্ঘতা বাড়তে বাড়তে দাউদকান্দি ছাড়িয়ে যায়। যার প্রভাব রয়ে গেছে বৃহস্পতিবার পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি থানার অতিরিক্ত পুলিশ সদস্যরাও সড়কে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর