মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের অর্থ ভূয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে মাদারীপুর খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান।
মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়।
২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়।
এ সময় তিনি আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য এ সময় প্রকল্পটির বিল ভাউচার সংগ্রহ করা হয়েছে। এসব বিল ভাউচারের যাচাই বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে এই বিষয় নিয়ে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের অনলাইন ভার্সনে, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান পত্রিকা সংবাদ প্রকাশ হয়। এরপরই দুদক অভিযানে নামে।
news24bd.tv/কামরুল