‘ছোট এবি’র খুনে ব্যাটিং দেখে চুপ থাকতে পারলেন না ডি ভিলিয়ার্স
‘ছোট এবি’র খুনে ব্যাটিং দেখে চুপ থাকতে পারলেন না ডি ভিলিয়ার্স

‘ছোট এবি’র খুনে ব্যাটিং দেখে চুপ থাকতে পারলেন না ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক

ঠিক একই রকমের স্ট্যান্স। ব্যাট করেন এবি ডি ভিলিয়ার্সের মতো ডানহাতেই। শটগুলোতেও নেই কোনো ভিন্নতা। বলা হচ্ছে, ডিওয়াল্ড ব্রেভিসের কথা।

তার ব্যাটিং দেখে যে কেউই বলে দেবে, এ তো ডি ভিলিয়ার্স ব্যাট করছেন! হ্যাঁ, এত মিল থাকার কারণেই ব্রেভিসকে ‘বেবি এবি’ ডাকা হয়। তবে শুধু শট খেলায় মিলের কারণে নয়, ব্রেভিস যে তার ‘আদর্শ’ ডি ভিলিয়ার্সের যোগ্য উত্তরসূরি সেটা তিনি নিজেই আরও একবার প্রমাণ করলেন।

দক্ষিণ আফ্রিকার টি২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টে আজ মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রেভিস। পচেফস্ট্রুমে টাইটান্সের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন ব্রেভিস।

ফেরেন শেষ ওভারে। গেরাল্ড কোয়েৎজেকে উইকেট দেওয়ার আগে তিনি রীতিমতো তাণ্ডব চালান নাইটসের বোলারদের ওপর। সমান ১৩ চার আর ছক্কায় ৫৭ বলে করেন ১৬২ রান। বিস্ফোরক ইনিংসটি তিনি খেলেছেন ২৮৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করে!

সংখ্যাগুলো অবিশ্বাস্য ঠেকলেও, ‘বেবি এবি’ আজ এমন অবিশ্বাস্য এই কাণ্ডই করে দেখিয়েছেন। যেমনটা খেলোয়াড়ি জীবনের পাট চুকানোর আগে নিয়মিত দেখাতেন ডি ভিলিয়ার্স। এদিকে, ব্রেভিসের এমন বিধ্বংসী দেখার পর খোদ এবি ডি ভিলিয়ার্সও চুপ থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে এক টুইটে এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করে তিনি লেখেন, ‘ডেওয়াল্ড ব্রেভিস। আর কিছু বলার দরকার নেই। ’

প্রিয় খেলোয়াড়ের প্রশংসা কুড়ানোর আগে ব্যাট হাতে মাঠে নেমেই খুনে মেজাজে ধরা দেন ব্রেভিস। প্রতিপক্ষ অধিনায়ক মোট ছয় বোলারকে ব্যবহার করেছেন এ ম্যাচে। তবে কেউই রেহাই পায়নি ব্রেভিসের ধ্বংসাত্মক ব্যাটিং থেকে। প্রত্যেকেই ওভার প্রতি রান দিয়েছেন ১০-এর বেশি করে।

জিবেশান পিলায়কে সঙ্গে নিয়ে ব্রেভিস উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন ১৭৯ রান। যার সিংহভাগই আসে ব্রেভিসের ব্যাট থেকে। ১৮ বলে ফিফটি করেন তিনি। এরপরের পঞ্চাশ করতে তার লাগে মাত্র ১৭ বল! সেঞ্চুরির পরও ধ্বংসযজ্ঞ থামাননি তিনি। ব্রেভিস দেড় শ করেন ৫২ বলে। অর্থাৎ, ১০০ থেকে ১৫০ পার করতে তার লেগেছে ওই ১৭ বলই।

ব্রেভিসের অনবদ্য, অবিশ্বাস্য ব্যাটিংয়ের দিন নাইটসের বিপক্ষে রান পাহাড়ে চড়েছে টাইটান্স। তার ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২৭১ রান তুলেছে টাইটান্স।

news24bd.tv/সাব্বির

সম্পর্কিত খবর