ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন, তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বুধবার (১৪ মে) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে করা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। এ বিষয়ে কাজ করছে দুদক। উল্লেখ্য, শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি। দুদক সূত্র বলছে, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ...
শেখ হাসিনাকে যে উপায়ে ফেরানো সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড (অভিযান) শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে। আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট সংলগ্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মনিটর করার জন্য গণপূর্তের পক্ষ থেকে কমিটি করা হবে। আসিফ মাহমুদ বলেন, উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকায় অপরাধ সংগঠিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ডিএমপি মনিটর করবে এবং উদ্যানের জন্য একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।...
দুদক কার্যালয়ে আসেননি টিউলিপ
অনলাইন ডেস্ক

শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি। দুদক সূত্র জানা গেছে, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেয়ার জন্য তাকে তলব করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে...
রাত ১ টার মধ্যে ১১ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ১১টি অঞ্চলে বেলা ২টা থেকে রাত ১টা পর্যন্ত ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুসারে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, এসব এলাকার নদীবন্দরগুলোতে সতর্কতার অংশ হিসেবে ১ নম্বর সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে, যা নির্দেশ করে যে, এসব অঞ্চলে অবস্থা পরিবর্তনশীল এবং সঠিক প্রস্তুতির জন্য স্থানীয়দের সতর্ক থাকতে হবে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর