দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ঢাকায় পা রাখবে ভারতীয় শিবির। এ সিরিজ খেলতে পূর্ণশক্তির দল নিয়েই আসছে সফরকারীরা। আজ বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে ভারত।
তিন ওয়ানডের জন্য ১৭ এবং দুই টেস্টের জন্য ১৬ সদস্যর দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে দলে পরিচিতদের মধ্যে বিশ্রাম দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াকে।
বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ডে খেলতে যাবে ভারত। অস্ট্রেলিয়ায় চলমান টি২০ বিশ্বকাপের পর্দা নামার দুইদিন পর শুরু হবে এই সিরিজ। এ সফরে সমান তিনটি করে টি২০ ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কিউইদের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত-কোহলি-রাহুলকে। রোহিতের অবর্তমানে টি২০ দলকে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে শিখর ধাওয়ানের কাঁধে। দুই ফরম্যাটে দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ।
অভিজ্ঞরা নিউজিল্যান্ড সফরে বিশ্রামে থাকায় শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুদা এবং সঞ্জু স্যামসনরা ওয়ানডেতে নিজেদের প্রমাণের আরও একটি সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সফরে না আসলেও নিউজিল্যান্ডে ঠিকই খেলবেন সূর্যকুমার। খেলবেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালরাও। তবে পুনর্বাসনের মধ্যে থাকা জসপ্রীত বুমরাহকে কোনো সফরের দলেই রাখা হয়নি।
মূলত, এ দুই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের খেলাবে ভারত। তাই নিউজিল্যান্ড সফরে যারা খেলবেন তাদের বেশিরভাগই জায়গা পাননি বাংলাদেশের সফরের দলে। যারা আবার নিউজিল্যান্ডে খেলছেন না, তারা খেলবেন বাংলাদেশের বিপক্ষে।
ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুর ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং যশ দয়াল।
ভারতের টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব।
news24bd.tv/সাব্বির