ঠিক ২০ দিন পর কাতারে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। ফুটবলের বিশ্ব আসর যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন বেলজিয়ামকে চিন্তায় ফেলে দিলেন রোমেলু লুকাকু। আবার চোটে পড়েছেন এই তারকা স্ট্রাইকার। লুকাকুর চোটের কথা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তার ক্লাব ইন্টার মিলান।
চোট কাটিয়ে গেল সপ্তাহেই মাঠে ফিরেছিলেন লুকাকু। হ্যামস্ট্রিং ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। তবে প্রস্তুতিতে ছেঁদ পড়ল ঊরুর চোটে পড়ায়।
ভিক্টোরিয়ার বিপক্ষে ইন্টারের পাওয়া ৪-১ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলের চতুর্থ গোলটি করেছিলেন লুকাকু। সেরি আয় গত রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের ৩-০ গোলে জেতা ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এর আগে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। চেলসি থেকে ধারে ফের ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
যে কারণ উয়েফা নেশন্স লিগের চলতি আসরে বেলজিয়ামের ছয় ম্যাচের পাঁচটিতে খেলতে পারেননি তিনি। বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুকাকু ১০২ ম্যাচে গোল করেছেন ৬৮টি। আসন্ন বিশ্বকাপে রবার্তো মার্টিনেজের অন্যতম তুরুপের তাস ছিলেন লুকাকু। এই চোটের কারণে ইন্টার হয়ে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা হচ্ছে না তার।
কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে আছে বেলজিয়াম। রেড ডেভিলসের প্রথম ম্যাচ আগামী ২৭ নভেম্বর। খেলবে কানাডার বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ক্রোয়েশিয়া ও মরক্কো। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর। এখন দেখার পালা, তার আগেই ফিট হয়ে উঠতে পারেন কি-না লুকাকু।
news24bd.tv/সাব্বির