ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে নতুন চেহারায় ধরা দেওয়ার জন্য প্রস্তুত শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ক্লাবটির ফুটবল ম্যানেজমেন্টে এসেছে বদল। এতে বদলে গেছে পুরো দলের চেহারা। আসন্ন মৌসুমে তাই সেরা ফুটবল খেলার লক্ষ্য ধানমণ্ডি জায়ান্টদের।
আজ সোমবার (৩১ অক্টোবর) বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টার-২ এ নতুন কোচ এবং ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর নিজের এমন লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এবার যে দলটা গঠন করা হয়েছে এবং নতুনভাবে আমরা যেই সাপোর্ট টিমটা করেছি, আমি মনে করি এটা খুব ভালো সমন্বয় হবে। এখানে উপস্থিত সব খেলোয়াড়কে আমি দেখেছি।
এ সময় ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের কথা জানিয়েছেন শেখ জামাল সভাপতি। তিনি বলেন, ‘নতুন ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে। খেলোয়াড়দের সাপোর্ট করার জন্য তারা সব সময়ে প্রস্তুত আছেন। আগের ম্যানেজমেন্টের মতো হবে না। আমরা কোনো কিছু চাপিয়ে দেব না। কারো কোনো সমস্যা হলে ম্যানেজমেন্টের কাছে জানালেই হবে। ’
চাহিদা মতো খেলোয়াড়দের দেওয়া হবে সুযোগ-সুবিধা। তাই খেলোয়াড়দের কাছে শিরোপার আবদার করতেও ভুললেন না সাফওয়ান সোবহান, ‘আমাদের দারুণ একজন কোচ (মারুফুল হক) রয়েছেন। নতুন ম্যানেজমেন্ট এবং আমার নেতৃত্বে শেখ জামাল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অনূর্ধ্ব-১৮ শিরোপা জিতেছে। আমি চাইব আগামী মৌসুমেও আরও ট্রফি আপনারা আমাকে উপহার দেবেন। ’
দ্বিতীয় মেয়াদে শেখ জামালের কোচের দায়িত্বে ফিরেছেন মারুফুল হক। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে আশাবাদী তিনি, ‘আবারও আমার প্রতি আস্থা রাখায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহানকে ধন্যবাদ জানাতে চাই। এর আগে আমি ২০১৪-১৫ সালে এই ক্লাবের হয়ে কাজ করেছি। আমরা সব সময়ই এক নম্বর হওয়ার জন্য দল গঠন করে থাকি। এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছি। আমরা চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য। আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য চেষ্টা করব। ’
নতুন মৌসুমে গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহ ও উজবেকিস্তানের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেককে ধরে রেখেছে শেখ জামাল। নতুন তিন বিদেশি প্যারাগুয়ের সেন্টার ব্যাক জর্জে আগুইলার, উজবেকিস্তানের মিডফিল্ডার মাভলোনোভ নদিরবেক এবং সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টকে দলে টেনেছে তারা।
এছাড়া স্থানীয়দের মধ্যে শেখ রাসেল থেকে ফরোয়ার্ড মান্নাফ রাব্বি ও মোহাম্মদ জুয়েল, বসুন্ধরা কিংস থেকে ওবায়দুর রহমান নবাব ও পিয়াস আহমেদ নোভা, সাইফ স্পোর্টিং থেকে রাইট ব্যাক নাসিরুল ইসলামকে দলে ভিড়িয়েছে শেখ জামাল।
news24bd.tv/সাব্বির