বৌকে ফিরে পেতে কোর্টে স্বামীর আবেদন
বৌকে ফিরে পেতে কোর্টে স্বামীর আবেদন

বৌকে ফিরে পেতে কোর্টে স্বামীর আবেদন

অনলাইন ডেস্ক

বউকে ফিরে পেতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে আবেদন করেছেন রংপুরের বদরগঞ্জের শ্যাম সুন্দর রায় নামের এক যুবক। সোমবার (৩১ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে তিনি এ আবেদন করেন। আদালত শুনানী শেষে ১৩ নভেম্বর স্ত্রী হেমা শর্মাকে হাইকোর্টে হাজির করতে রংপুর জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

শ্যাম সুন্দর রায়ের পক্ষের আইনজীবী বলেন, শ্যাম সুন্দর রায়ের স্ত্রী হেমা শর্মাকে তার পরিবারের লোকেরা নিয়ে গেছেন।

হাইকোর্ট শুনানী শেষে হেমাকে হাইকোর্টে হাজির করতে রংপুর জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ভালোবেসে হেমা শর্মাকে বিয়ে করেন রংপুরের বদরগঞ্জের যুবক শ্যাম সুন্দর রায়। তারা চলতি বছরের ১৩ জানুয়ারিতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন।  তবে এই প্রেমের বিয়েতে মেয়ের পরিবারের সম্মতি ছিলনা।

বিয়ের পরদিনই পুলিশ ও স্ত্রীর পরিবারের লোকজন হাজির হন শ্যামের বাড়িতে। ‘পাত্রীর বয়স ১৮ বছরের কম’ এমন কারণ দেখিয়ে মেয়েকে ফিরিয়ে নেন অভিবাবকরা। ওই দিনের পর স্ত্রীর সঙ্গে আর দেখা কিংবা কথা বলতে পারেননি শ্যাম সুন্দর।

বর্তমানে আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায় রয়েছেন হেমা শর্মা। পরিবারের লোকেরাই তাকে সেখানে রেখেছেন। মেয়ের জন্ম নিবন্ধন সনদ অনুসারে বিয়ের দিন বয়স ছিল ১৮ বছর ১০ মাস।  

news24bd.tv/হারুন