চ্যাম্পিয়নস ট্রফি হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়ালটন ঢাকা। আজ সোমবার রূপায়ন সিটি কুমিল্লার বিপক্ষে ৪-৩ গোলে জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি বেশ ভালোই রোমাঞ্চ ছড়ায়। দেখা মেলে সাত গোলের।
তিন গোল হজমের পর কুমিল্লা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় সোহানুর রহমান সুবজের গোলে। তবে ২৫ মিনিটে পিসি থেকে আশরাফুলের ড্র্যাগ ফ্লিকে শেষ মুহূর্তে স্টিক ছুঁইয়ে আলফান্দি লক্ষ্যভেদ করলে ম্যাচ ঝুঁকে পড়ে ঢাকার দিকে।
সাত মিনিট পর পিসি থেকে ড্র্যাগ ফ্লিকে এই কোরিয়ান ফরোয়ার্ড আবারও লক্ষ্যভেদ করলে রোমাঞ্চ তৈরি হয়। যদিও শেষ দিকে ম্যাচে আর ফিরতে পারেনি কুমিল্লা। আসরে এটি কুমিল্লা প্রথম হার।
news24bd.tv/সাব্বির