তেল কোম্পানিগুলোকে ‘যুদ্ধ মুনাফাখোর’ বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: এপি)

তেল কোম্পানিগুলোকে ‘যুদ্ধ মুনাফাখোর’ বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় ওপেকের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত। এরপরেই নিজেদের দেশের কোম্পানিগুলোকে তেল উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তেল কোম্পানিগুলোকে ‘যুদ্ধ মুনাফাখোর’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, তেল কোম্পানিগুলোকে ‘যুদ্ধ মুনাফাখোর’ হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। তেল উৎপাদন না বাড়ালে কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

চলতি মাসের ৮ তারিখে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ সোমবার (৩১ অক্টোবর) এ হুঁশিয়ারি দিলেন বাইডেন।

তেল কোম্পানিগুলোর সমালোচনা করে বাইডেন বলেন, ‘কোম্পানিগুলো কম দামে তেল বিক্রি না করে রেকর্ড মুনাফা করেছে। তারা ভোক্তাদের জন্য লাভের কিছু অংশ দিয়ে কম দামে তেল বিক্রি করতে পারে। এমনটা না করলে অতিরিক্ত কর দিতে হবে তাদের। ’

‘এর জন্য আমার টিম ও কংগ্রেস একসঙ্গে কাজ করবে। এই কোম্পানিগুলোর লভ্যংশ বন্ধ করে জনগণের জন্য নিজেদের দায়িত্ব পূরণ করার সুযোগ এখন,’ যোগ করেন বাইডেন।

গত দুই ত্রৈমাসিকে এক্সনমবিল, শেভরন, শেল, বিপি, কোনোকোপিলিপস ও টোটাল এনার্জি ১ হাজার কোটি ডলারের বেশি লাভ করেছে। যা আগের বছরের থেকে অর্থাৎ ২০২১ সালের একই সময়ের তুলনায় দুই তৃতীয়াংশ বেশি।

গত সপ্তাহে তৃতীয় ত্রৈমাসিকে ১ হাজার ৯৭০ কোটি ডলার লাভের কথা জানিয়েছে এক্সনমবিল। এরপরেই বিষয়টি নজরে আসে বাইডেনের। ওই সময় বাইডেন বলেন, ‘লাভ হলেও উৎপাদন বাড়াতে নিজেদের অক্ষমতা দেখিয়েছে কোম্পানিটি। ’

সোমবার বাইডেন বলেন, ‘আজ তেল কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে। তারা নতুন বা উদ্ভাবনী কিছু করার কারণে এই লাভ করছে না। যুদ্ধের জন্যই তাদের এতো লাভ। ’

news24bd.tv/মামুন