নিজেরা বেঁচে খুলনাকে হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ দিলো পদ্মা 

নিজেরা বেঁচে খুলনাকে হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ দিলো পদ্মা 

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে একদিনে দুই রকম অভিজ্ঞতার সাক্ষী হলো খুলনা ও পদ্মা। আজ মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে হ্যাটট্রিক হারের মুখ দেখেছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। তাদের হারিয়ে এই তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই পেয়েছে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা।

সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে আজ ৬-৩ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় মোনার্ক মার্ট পদ্মা।

পদ্মার কাছে হারলেও শুরুতে দাপট দেখায় খুলনা। তৃতীয় মিনিটেই খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে গিয়েছিলো তারা। এরপর ১১ মিনিটে রাসেল মাহমুদ জিমি এবং ৩৭ মিনিটে ভারতের সাইফ খানের দারুণ দুটি ফিল্ড গোলে ম্যাচে লিড নেয় পদ্মা। তবে খোরশেদের আরও একটি পেনাল্টি কর্নারের গোলে ম্যাচে ফিরেছিল খুলনা।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে খুলনাকে পাত্তাই দেয়নি পদ্মা। ৫৪তম মিনিটে পিসি থেকে নাইম লক্ষ্যভেদের পর কৃষ্ণা ফিল্ড গোল করেন, এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসু। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে খুলনার অস্ট্রিয়ান ফরোয়ার্ড মর্তিজ ফেরির গোল তাই কেবল হারের ব্যবধানই কমায়।

news24bd.tv/সাব্বির