টেলিভিশনের অবৈধ স্ট্রিমিং বন্ধের আহ্বান জানাল কোয়াব

সংগৃহীত ছবি

টেলিভিশনের অবৈধ স্ট্রিমিং বন্ধের আহ্বান জানাল কোয়াব

নিজস্ব প্রতিবেদক

বেশকিছু টেলিভিশনে অবৈধ স্ট্রিমিং চলছে ইন্টারনেটের মাধ্যমে। সেগুলো বন্ধ করতে সরকার ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স -অ্যাটকোকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন (কোয়াব)।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ২০২২-২৩ সালে কোয়াবের নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান নেতারা। তারা বলেন, অবৈধভাবে চলা এসব টেলিভিশন অ্যাটকোসহ সবারই ক্ষতি সাধন করছে।

দীর্ঘ মতবিরোধ শেষে কোয়াবের সব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়াকে স্বাগত জানিয়ে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ৩ ডিসেম্বর নির্বাচনের যোগ্য প্রার্থীকে নির্বাচিত কর‍তে হবে। দুই প্যানেলের সবাই সংগঠনের স্বার্থে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঐক্য পরিষদ বা সমন্বয় পরিষদ না, অন্য কোনো ব্যানারেও নয়, সবাই এক হয়ে কাজ চালিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক