যে সমীকরণ মিললে সেমিতে খেলবে বাংলাদেশ

সংগৃহীত ছবি

যে সমীকরণ মিললে সেমিতে খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপের সেমি ফাইনাল খেলতে শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে হতো বাংলাদেশকে। তবে ভারতকে হারানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি সেটি। ফলে এক ম্যাচ বাকি থাকলেও সেমির স্বপ্ন প্রায় শেষই বলা চলে। তবে এখনও নিভু নিভু হয়ে জ্বলছে টাইগারদের সেমি ফাইনাল খেলার স্বপ্ন।

তবে সেক্ষেত্রে মিলাতে হবে অনেক সমীকরণ। যেতে হবে যদি কিন্তুর মধ্যে দিয়ে। তাকিয়ে থাকতে হবে অন্যের উপর।

সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে কাল ৫ রানে হেরেছে বাংলাদেশ।

শেষ ম্যাচে তাই কেবল পাকিস্তানকে হারালেই চলবে না, সাকিব আল-হাসানের দলকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য সব ম্যাচের দিকেও।

গত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত। চার ম্যাচ শেষে তিন জয়ে ভারতের পয়েন্ট ৬। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে, তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানটা জিম্বাবুয়ের। সবশেষ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার পাঁচে, যদিও বাবর আজমদের হাতে আছে আরও দুই ম্যাচ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে নেদারল্যান্ডস আছে পয়েন্ট তালিকার তলানিতে।

এই অবস্থান থেকে শীর্ষ দুই নিশ্চিত করে সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশের পক্ষে মিলে যেতে হবে অনেক সমীকরণ। ভারতকে সেমির রেসে বাদ পড়তে হলে শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হবে দুই-তিন ওভার বাকি থাকতেই। কিংবা ১৫-২০ রানে। অন্যদিকে তার চেয়েও বড় ব্যবধানে পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে পা রাখবে বাংলাদেশ। কপাল পুড়বে ভারতের।

দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্যের সুযোগও নিতে পারে বাংলাদেশ। প্রোটিয়ারা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই হারে, তাহলে পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে সাকিবের দলের। দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে।

তবে অঘটন না ঘটলে জিম্বাবুয়ের বিপক্ষে হারার কথা নয় ভারতের। তবে চলতি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুখ স্মৃতি আছে জিম্বাবুয়ের যা স্বপ্ন দেখায় বাংলাদেশকে। অন্যদিকে নেদারল্যান্ডসও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারার কথা নয়! সে কারণেই বলা যায়, কাগজে কলমের হিসাবেই টিকে আছে বাংলাদেশের শেষ চারে খেলার স্বপ্ন।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক