টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মাস্ক

সংগৃহীত ছবি

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মাস্ক

খরচ কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে বেশ হিসেবি আচরণ করছেন বিশ্বের শীর্ষ এ ধনী।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে টুইটারে সাড়ে ৭ হাজার কর্মী থাকলেও এর অর্ধেক কর্মী দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা সম্ভব বলে মনে করছেন ইলন। প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নীতিরও পরিবর্তন আনতে চান ইলন।

তবে কর্মী ছাঁটাইয়ের নতুন তথ্য নিয়ে টুইটার কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র জানায়, মাস্ক ও তার উপদেষ্টারা কর্মী ছাঁটাইয়ের বিভিন্ন পরিকল্পনা করছেন। একটি পরিকল্পনায় বলা হয়েছে, ছাঁটাই করা কর্মীদের ৬০ দিনের বেতন দেওয়া হবে। বেতনের হিসেবে টুইটারের কর্মীরা অতিরিক্ত অর্থ পাচ্ছেন বলে অভিমত এই ধনকুবেরের।

টুইটার কিনেই পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন ইলন। এরপর নিজেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক