বাংলাদেশ সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতা-২০২২। ষষ্ঠ বারের মত হওয়া এই প্রতিযোগিতায় বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি শুটিং রেঞ্জে আয়োজিত হয় এই সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর সাভার, বগুড়া, সিলেটসহ ৮টি অঞ্চলের ১৪ জন নারীসহ মোট ৭৫ জন শুটার এই প্রতিযোগিতায় অংশ নেয়।

ছয়টি ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দুটি ইভেন্টে স্বর্ণপদক পেয়ে ইউসুফ আলী, ১৭ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় চট্টগ্রাম শুটিং ক্লাব আর দ্বিতীয় স্থান অর্জন করে ঘাটাইল শুটিং ক্লাব।

পরে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং এর উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিবসহ সেনা কর্মকর্তারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক