নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উত্তর সিটিতে ৫৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু প্রকোপ কমিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালীতে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ডেডিকেটেড কোভিড হাসপাতাল পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন। এসময় আতিকুল ইসলাম বলেন, দ্বিতীয়বার যদি কারও নির্মাণাধীন বাড়িতে এডিস মশা পাওয়া যায় তাহলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আপনারা বাড়ির জমা পানি ফেলে দিন। সিত্রাং পরবর্তী সময়ে ডেঙ্গু আবারও ভয়াবহ আকার ধারণ করছে। আমাদের অভিযান চলবে। অভিযান শুধু মশা নিধন নিয়ে নয়, নগরবাসীর সমস্যা সমাধানেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
মেয়র আরও বলেন, আগে জুন, জুলাই আগস্টের দিকে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। তবে এ বার বছরব্যাপী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে লোকজন। আমরা আপাতত অভিযান এক মাস বৃদ্ধি করেছি। যদি দ্রুত এই প্রকোপ না কমে আসে তাহলে অভিযান অব্যাহত থাকবে। এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
news24bd.tv/FA