বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় ৪ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় ৪ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় ৪ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পল্টনে সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) গণমাধ্যমে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। বুধবার বিকেলের ওই ঘটনায় ওইদিন সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজনকে আসামি করে পল্টন থানায় মামলাটি করেন সাবেক বিচারপতি নিজেই।

আরও পড়ুন: ফখরুল-রিজভীর বিরুদ্ধে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মামলা

এদিন বিকেলে পল্টন থানার সামনে হামলার শিকার হন তিনি ও তার ড্রাইভারসহ গানম্যান। তার অভিযোগ, বিএনপি-জামায়াতের কর্মীরা এ হামলা চালিয়েছে। এর আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, 'আমার ওপর বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে। পল্টন থানার সামনে এ ঘটনা ঘটে।

' এ ঘটনায় তার গানম্যান রফিক আহত হয়েছেন বলেও জানান তিনি।

news24bd.tv/FA

সম্পর্কিত খবর