গ্যাসের জন্য বেড়েছে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

গ্যাসের জন্য বেড়েছে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

গ্যাসের জন্য গ্যাসের জন্য চিনির দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘গ্যাসের জন্য চিনি উৎপাদন কম হয়েছিল, এ জন্য চিনির দাম বাড়াতে হয়েছে। কিন্তু আগামী দুই তিনদিনের মধ্যে গ্যাসের সমস্যা কিছুটা সমাধান হবে। এতে চিনির দাম কমে যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ৪র্থ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। ওই সভার সভাপতিত্ব করছেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘গ্যাস সংকট অনেকটা কমে আসছে। ফলে এর প্রভাব পড়বে উৎপাদনের ওপরে।

কিছুদিনের মধ্যেই চিনিসহ কয়েকটি পণ্যের দাম কমবে। এখন চিনির চাহিদার মাত্র ৬৬ ভাগ উৎপাদন করা যাচ্ছে, ঘাটতি থাকছে ৩৩ ভাগ। ’

তিনি আরও বলেন, ‘ডলারের মূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তো বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমলেও আমাদের বাজারে সেরকম প্রভাব পড়ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করে যাচ্ছে। ’

গম আমদানি নিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে গম আমদানির অনুমতি পাওয়া গেছে। তবে এখন জাহাজ পাওয়া যাচ্ছে না। তাই গম আনা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে বাজারে। তবে রাশিয়া থেকে গম আসা শুরু হলে সংকট কেটে যাবে। ’

news24bd.tv/মামুন