আইসিসি স্কুল নয় যে আপনি হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন

সংগৃহীত ছবি

আইসিসি স্কুল নয় যে আপনি হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ৫ রানে হারের ম্যাচে বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ আনে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ঘটে যাওয়া ওই ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদও জানায় নাজমুল শান্ত। তবে আমলে নেয়নি মাঠে থাকা আম্পায়ার। ফলে বাংলাদেশ পায়নি পেনাল্টি থেকে ৫টি রান।

দিন শেষে বাংলাদেশের হারের ব্যবধানও ওই ৫ রান। যা নিয়ে কথা বলেছেন দলের সঙ্গে থাকা বিসিবি’র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘ফেইক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে।

তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে। ’

আইসিসি’র কাছে কোনো অভিযোগ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ’

মাঠ ভেজা থাকা প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সঙ্গে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার ও ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না। ’

news24bd.tv/আমিরুল