টিকে থাকার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

সংগৃহীত ছবি

টিকে থাকার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক

এখন পর্যন্ত তিন ম্যাচ খেললেও পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান পাকিস্তানের। গ্রুপের ৬ দলের মধ্যে অবস্থান ৫ নম্বরে।  তবে সুযোগ রয়েছে এখনও। প্রাথমিক কাজ হিসেবে আজ হারানো চায় সাউথ আফ্রিকাকে।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এর আগে ভারতের বিপক্ষে নাটকীয় হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হেরে বসে পাকিস্তান। আর তাতে সেমিতে খেলার সম্ভবনা কঠিন হয়ে পড়ে। তবে এখনও টিকে রয়েছে সেমিতে খেলার সম্ভবনা।

তবে সেক্ষেত্রে শেষ দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। যেখানে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সেমির সমীকরণ মেলানোর প্রত্যাশায় থাকা বাংলাদেশ।

অন্যদিকে আজ জিতলেই সেমিতে পা রাখবে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে প্রোটিয়ারা। হারেনি একটি ম্যাচেও। আজ জিতলে সবার আগে বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত হবে তাদের।

ম্যাচের আগেই জানা গিয়েছিল চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস। প্রোটিয়া দল থেকে ছিটকে গেছেন ডেভিড মিলার।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নসীম শাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, কুইন্টন ডি কক, ট্রিস্টান স্টাবস, অ্যাইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক