মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারাগারে যত আসামি আছে এদের মধ্যের ৬০ ভাগই হলো মাদকের মামলার আসামি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
মিয়ানমার থেকে ইয়াবা পাচারের বিষয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে মাদক নিয়ে কথা বললেও তারা কোনো কথাই রাখছে না। তাই মাদক নিয়ন্ত্রণে শতভাগ সফল হতে পারছি না।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই জঙ্গির উত্থান আছে।
এর আগে সকালে জাতীয় চার নেতা হত্যা দিবসে মন্ত্রী বলেন, জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে দণ্ডিত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এদিন সকালে বকশীবাজারের পুরাতন কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
news24bd.tv/FA