১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেনে নতুন সময় নির্ধারণ

প্রতীকী ছবি

১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেনে নতুন সময় নির্ধারণ

অনলাইন ডেস্ক

ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী  ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

news24bd.tv/রিমু