বাংলাদেশ-ভারত ম্যাচের চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন রবী শাস্ত্রী!
বাংলাদেশ-ভারত ম্যাচের চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন রবী শাস্ত্রী!

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত ম্যাচের চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন রবী শাস্ত্রী!

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে দর্শক, সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা, উন্মাদনা বেড়েছে। ভারতের সাবেক ক্রিকেটারদেরও বাড়তি টেনশনে ফেলে দেয় সাকিবদের লড়াকু মানসিকতা।  

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বুধবারের খেলায় টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে ভারত। শেষ দুই বল পর্যন্ত বাংলাদেশের জয়ের সুযোগ ছিল।

তাই ভারতীয় সমর্থকরা ছিল মহাচাপে।

আর সেই চাপের প্রসঙ্গেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-বাংলাদেশের ম্যাচে স্মৃতি হাতড়ালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তখন ১৪৭ রানের টার্গেটে জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সেই ম্যাচে বাংলাদেশ প্রথম ৩ বলে ৯ রান নিয়ে নেয়।

পরের বলে মুশফিক আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। টানটান উত্তেজেনার ম্যাচে শেষ বলে দরকার ছিল ১ বলে ২ রান। কিন্তু শেষ বলে রিয়াদ আউট হলে হেরে যায় বাংলাদেশ।

ওই ম্যাচের চাপ নিতে পারছিলেন না রবী শাস্ত্রী। সাবেক এই কোচ বলেন, ‘যখন দেখলাম অধিনায়ক ধোনি অলরাউন্ডার হার্দিককে বল দিয়েছেন, তখন আমি টয়লেটে চলে গেলাম। আমি টেনশন সামলাতে পারছিলাম না। তারা সবাই বেলকোনিতে এক হয়েছেন। তাদের তিন বা এরকম রানের দরকার ছিল। আমি তখন সোজা টয়লেটে চলে গিয়েছিলাম...। ’

news24bd.tv/হারুন