এইচএসসি পরীক্ষা বিষয়ে কিছু নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষা বিষয়ে কিছু নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

অনলাইন ডেস্ক

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (৬ নভেম্বর) থেকে এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ঢাকা মহানগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।  কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, এ আদেশ আগামী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে।  

news24bd.tv/হারুন