বুধবার সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

বুধবার সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

নেপালে সাফ জেতা জাতীয় নারী ফুটবল দলকে আগামী বুধবার (৯ নভেম্বর) সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এ তথ্য জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে নেপালে প্রথমবারের মতো সাফ শিরোপা জেতে সাবিনা খাতুনের দল।

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে নারী দল। টুর্নামেন্টে সবকয়টি ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে, ৬-০ গোলে পাকিস্তানকে এবং ৩-০ গোলে ভারতকে পরাজিত করে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল।

উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছিল অনন্য নজির। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।

জানা গেছে, আগামী ৯ নভেম্বর নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারকে সাক্ষাৎ দেবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন তাদের সঙ্গে। এ ছাড়া ফুটবলারসহ টিম ম্যানেজমেন্টকে দেবেন অর্থ পুরস্কারও।

এর আগে সাফ জয় করে সাবিনারা দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

news24bd.tv/সাব্বির