নির্বাচনে হেরে পরিষদের এসি খুলে নিলেন চেয়ারম্যান 

সংগৃহীত ছবি

নির্বাচনে হেরে পরিষদের এসি খুলে নিলেন চেয়ারম্যান 

অনলাইন ডেস্ক

নির্বাচনে হেরে গিয়ে ইউনিয়ন পরিষদে নিজ রুমে লাগানো এসি খুলে নিয়ে গেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এসি খুলে নেন তিনি।

এর আগে বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাইকুল ইসলাম প্রার্থী হয়েছিলেন।

কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। নির্বাচনে নৌকার প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৪৩৪ ভোট আর হাইকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৩৩ ভোট।

জানা গেছে, হাইকুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে এসি লাগান।

নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিন জন মিস্ত্রি এনে এসি খুলে নেন। এরপর ভ্যানে উঠিয়ে নিয়ে যান। -

ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে সেখানে ভিড় করেন স্থানীয়রা। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে? এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা।

তবে হাইকুল ইসলাম বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

news24bd.tv/আজিজ