পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ফিট লিটন

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ফিট লিটন

অনলাইন ডেস্ক

ইনজুরিতে পড়ে উদ্বোধনী ব্যাটার লিটন কুমার দাসের পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তার কালো মেঘ কেটেছে। লিটন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ফিট বলে জানা গেছে। যদিও শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশের অনুশীলনে যোগ দেননি তিনি।

এদিকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান অনুশীলনে ফুটবল খেলার সময় আঘাত পান। তবে তার আঘাত গুরুতর নয়। দলের অনুশীলনে সোহানকে কিপিং করতে দেখা গেছে।

সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে কোনো দলেরই নিশ্চিত হয়নি শেষ চার।

তবে এগিয়ে আছে শীর্ষ দুইয়ে থাকা ভারত-দক্ষিণ আফ্রিকাই। শেষ ম্যাচ জিতলেই দল দুটি কোনো যদি-কিন্তু ছাড়া উঠে যাবে সেমিতে। নিজ নিজ শেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেই লড়বে ভারত-দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

পাকিস্তান-বাংলাদেশ দল দুটির সামনেও সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার। তবে মুখোমুখি দেখায় শুধু জয় পেলেই চলবে না, প্রতিপক্ষের ফল তাদের পাওয়া সে জয়কে মূল্যহীন করে দিতে পারে। যেমন, বাংলাদেশ যদি যেতে তবে ৬ পয়েন্ট হবে সাকিব আল হাসানের দলের। সেক্ষেত্রে ভারত অথবা দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে। পাকিস্তানের ক্ষেত্রেও একই শর্ত খাটবে। তাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।  

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা ও ইনফর্ম ব্যাটার লিটন দাসকে হারানো বাংলাদেশের জন্য তাই  ছিল বড় ধাক্কা। তবে পাকিস্তানের বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা কিছুটা হলেও কেটে গেছে। পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ফিট আছেন তিনি। যদিও শনিবার দলের অনুশীলনে দেখা যায়নি তাকে।  

লিটনের এই হ্যামস্ট্রিং ইনজুরি নতুন কিছু না। কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। এরপর তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন।

news24bd.tv/হারুন