পিরোজপুরের কাউখালীতে উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাবের হোসেন নামে এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
শিশু জাবের হোসেন (৭) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকার সৌদি প্রবাসী মো. ইমাম হোসেনের পুত্র।
শিশুর ফুফা মো. কাওছার হোসেন জানান, সকলে জাবের কাউখালী হাসপাতাল সড়কে তাদের বাড়িতে বেড়াতে আসে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ছোয়া বিশ্বাস জানান, গুরুতর আহতবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করলে বরিশাল যাওয়ার পথেই শিশুটি মারা যায়।
কাউখালী থানার ওসি মো. বনি আমীন জানান, ঘাতক অটোরিকশাটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv/আমিরুল