কুমিল্লায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
কুমিল্লায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

সংগৃহীত ছবি

কুমিল্লায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে উপজেলার লড়িবাগ রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।  

আটক যুবকের নাম আবু হুরায়রা ওরফে কাজী (৩২)।

তিনি পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই যুবকের কাছে বিদেশি পিস্তল রয়েছে। পরে অভিযান চালিয়ে লড়িবাগ এলাকায় থেকে পিস্তলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

শনিবার সকালে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ’

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক