বান্দরবান জেলার থানচি উপজেলায় ২ কেজি ৪০ গ্রাম আফিমসহ এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অপারেশন, মো. বদিউজ্জামান ও এপিবিএন-২, এর নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন ভাড়া বাসা থেকে আনুমানিক ২ কেজি ৪০ গ্রাম আফিমসহ আটক করে তাকে।
আটককৃত ইউপি সদস্যের নাম জন ত্রিপুরা বয়স (৪০), পিতা: মৃত সাধুরাম ত্রিপুরা সাং কালু পাড়া ওয়ার্ডঃ ১ ইউপিঃ ১ নং রেমাক্রী ইউনিয়ন। বর্তমান তিনি অত্র ওয়ার্ড মেম্বার।
আটককৃত আসামী বর্তমানে থানচি উপজেলা জেএসএস (মূল)এর উপজেলা কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে থানচি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
news24bd.tv/আমিরুল