টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের কাছে বাংলাদেশ ৫ রানে হেরে যায়। হারের পর থেকে শুরু হয় নানা বিতর্ক, সেই বিতর্ক চলছে অবিরাম। বিশেষ করে ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে ‘বাধ্য করা’ এবং কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে দেশে ও দেশের বাইরে গণমাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়।
বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের পাশাপাশি পাকিস্তানের সাবেকরা এ জন্য আইসিসির পক্ষপাতকে দায়ী করেন।
এসব সমালোচনা বা অভিযোগের বিষয়ে এতদিন মুখে কুলুপ এটেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তবে বোর্ডের পক্ষে এবার মুখ খুলেছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি, দিলেন সমালোচনার জবাবও।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেছেন, আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না।
উল্লেখ্য, পাকিস্তানের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, আমার মনে হয়, আইসিসি পক্ষপাত আচরণ করেছে। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে।
বৃষ্টি থামার পর খুব দ্রুতই মাঠে খেলা গড়িয়েছে বলেও মনে করেন তিনি। আফ্রিদি বলেন, এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে, অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে। তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের হারে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়ে পাকিস্তানও। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ ঘটনা নিয়ে বেশ সরব। খেলা শেষে মুখ খোলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি তো বলেই দিয়েছেন ভারতকে সেমিফাইনালে তুলতে চায় আইসিসি।
news24bd.tv/হারুন