টুইটার কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে যা বললেন মাস্ক
টুইটার কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে যা বললেন মাস্ক

সংগৃহীত ছবি

টুইটার কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে যা বললেন মাস্ক

অনলাইন ডেস্ক

নিয়ন্ত্রণের মাত্র এক সপ্তাহ না পেরুতেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি। শুক্রবার (৪ নভেম্বর) মাস্ক বলেছেন, ‘আমার কাছে কোনো বিকল্প রাস্তা নেই। কারণ প্রতিদিন ৪০ লাখ মার্কিন ডলার করে খোয়াচ্ছে টুইটার।

টুইটারের হেড অফ সেফটি অ্যান্ড ইন্টিগ্রিটির ইয়োয়েল রথ এক টুইট বার্তায় বলেন, ‘আনুমানিক ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ’

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। এরপর থেকে কোম্পানিটির কর্মী ছাঁটাই শুরু হয়।

ছাঁটাইকৃতদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে এক টুইট বার্তায় মাস্ক জানান।

এ দিকে গণছাঁটাইয়ের পর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে অডি, জেনোরেল মোটরস, জেনারেল মিলস, ফাইজানসহ আন্তর্জাতিক কোম্পানিগুলো। টুইটারের মোট আয়ের ৯০ শতাংশই আসে এসব বিজ্ঞাপন অ্যাকাউন্ট থেকে।

এ দিকে গণহারে কর্মী ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করেছেন এর কর্মীরা। তাদের অভিযোগ, ঠিকমতো নোটিশ না দিয়েই তাদের এভাবে ছাঁটাই করা আইনের লঙ্ঘন।

আর মাত্র চারদিন পরেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এতে অংশ নিচ্ছে কয়েকশ রাজনৈতিক ব্যক্তিত্ব। ঠিক এ সময়েই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের এমন পরিবর্তন মার্কিনিদের সামনে ভুল তথ্য উপস্থাপন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল অর্থাৎ শুক্রবার মেইলের মাধ্যমে কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, ক্যালিফোর্নিয়ায় ৯৮৩, স্যান ফ্রান্সিসকোতে ৭৮৪, স্যান জোসে ১০৬ ও লস এঞ্জেলসের অফিসের ৯৩ কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

গণছাঁটাইয়ের শিকার কর্মীরা টুইটারে নিজেদের চাকরি হারানো নিয়ে কথা বলছেন। যুক্তরাষ্ট্র এবং কানাডার অঞ্চলের টুইটারের পাবলিক পলিসির পরিচালক মাইকেল অস্টিন বলেন, ‘ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার টুইটারে কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার খুব মন খারাপ। ’

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক