ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংস্কার করা টি-৭২ ট্যাংক সাঁজোয়া যান, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে যে টি-৭২ ট্যাংকগুলো দেয়া হবে তার সব আসবে চেক রিপাবলিক থেকে। এগুলোর মধ্যে ৪৫টি সংস্কার করার অর্থ ওয়াশিংটন দেবে এবং বাকি ৪৫টির অর্থ দেবে নেদারল্যান্ড।

সাবরিনা বলেন, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ এসব ট্যাংকের প্রথম চালান পাবে ইউক্রেন।

দক্ষিণ ইউক্রেনের মস্কো-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনীয় বাহিনী আক্রমণাত্মক অভিযানে এগিয়ে যাওয়ার আগে এই অতিরিক্ত সামরিক সহায়তা দিল ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ভাষণে খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন যার অর্থ হচ্ছে রাশিয়া খেরসনের হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনর্দখলের জন্য বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে।

এ অবস্থায় ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি শুক্রবার এক টুইটার বার্তায় ইউক্রেনের জন্য নতুন করে আরও ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

news24bd.tv/আজিজ