এই মুহূর্তে সুদের হার বাড়ালে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, আইএমএফ এর দেওয়া শর্ত দরকষাকষির মাধ্যমে বিচার বিবেচনা করতে হবে।
শনিবার (৫ নভেম্বর) ইকোনমিক রিপোর্টস ফোরাম আয়োজিত ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জসিম উদ্দিন বলেন, পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে, এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তবে জ্বালানি তেলের দাম কমাতে আমদানিতে শুল্ককর কমানোর দাবি জানিয়েছেন তিনি।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা নেই উল্লেখ করে তিনি বলেন, ডলার সংকটের সুযোগ নিয়ে মাসে ২০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছে অনেক ব্যাংক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এছাড়া ব্যবসা-বাণিজ্যের আড়ালে যারা অর্থ পাচার করছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি।
news24bd.tv/হারুন