১০ বছরের জন্য নিষিদ্ধ নাসির জামশেদ

পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ।

১০ বছরের জন্য নিষিদ্ধ নাসির জামশেদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানের সাবেক ওপেনার নাসির জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার এই ক্রিকেটারের শাস্তির কথা ঘোষণা করা হয়।

২০১৬-১৭ মওসুমে পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ে জড়ান নাসির জামশেদ। পরে ঘটনার তদন্তভার হাতে নেয় পিসিবির দুর্নীতিদমন শাখা।

পিসিবির দুর্নীতিদমন শাখা এক টুইটার বার্তায় জানায়, ‘‌ক্রিকেটার নাসির জামশেদকে ১০ বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো। ’‌

এতে ক্রিকেট কেরিয়ারই প্রায় শেষ হয়ে গেল পাকিস্তানি এ ব্যাটসম্যানের। অবশ্য গত দুবছরে দ্বিতীয়বার স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হলেন নাসির।
এর আগে ২০১৭-তে পিসিবির দুর্নীতিদমন শাখাকে সহযোগিতা না করায় এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় নাসিরকে।

যার মেয়াদ শেষ হয় চলতি বছরের এপ্রিলে। কিন্তু অপর একটি স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় পাক ক্রিকেট বোর্ড আরও কড়া সিদ্ধান্ত নিল। ১০ বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হল নাসির জামশেদকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর