গাইবান্ধার বিষয়ে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর: সিইসি
গাইবান্ধার বিষয়ে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর: সিইসি

ফাইল ছবি

গাইবান্ধার বিষয়ে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর: সিইসি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় বন্ধ উপ নির্বাচনের বিষয়ে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে নির্বাচন বন্ধের নয় দিন পর তদন্ত প্রতিবেদন পেয়ে কমিশন জানায় সেটা খণ্ডিত প্রতিবেদন ছিলো।

গত ১২ অক্টোবর গাইবান্ধার এক উপ নির্বাচনে আগারগাঁও নির্বাচন ভবনে বসে সিসি টিভিতে অনিয়ম দেখে দুপুর নাগাদ ৫১টি কেন্দ্র বন্ধ করে ইসি। এর কিছুক্ষণ বাদে পুরো কমিশন বসে সিদ্ধান্ত নেয় ভোট বন্ধের।

পরদিনই গঠন করা হয় তদন্ত কমিটি।

সাত দিনের মধ্য রিপোর্ট দেয়ার কথা থাকলেও আরও তিনদিন সময় নিয়ে ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ফরিদপুর ২ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ। ইভিএম এর এই ভোট ১ হাজার ৫২টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করে সিইসিসহ পুরো কমিশন।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

news24bd.tv/FA