বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন -বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, অর্থ সংকটের কারণেই গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না রাষ্ট্রীয় মোবাইল সার্ভিস অপারেটর টেলিটক।
শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক সভায় বিটিআরসি চেয়ারম্যান এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সেবার মান নিশ্চিতে মোবাইল ফোন অপারেটরদেরকে নানা নির্দেশনা দেয়া হয়েছে। নীতিমালার কঠোর প্রয়োগে বিটিআরসি তৎপর আছে বলেও জানান তিনি।
সোশাল মিডিয়ায় অপপ্রচার রুখতে নানা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালেই বাংলাদেশে বাণিজ্যিক পর্যায়ে উদ্বোধন করা হবে ফাইভ জি ইন্টারনেট সেবা। 'ফোর আই আর ফর ইমার্জিং ফিউচার' শীর্ষক এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
news24bd.tv/FA