ঝিনাইদহের শৈলকূপা উপজেলা থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বিলের মাঠে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক জাঙ্গালিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাচেঁরকোল ইউনিয়নের মেম্বার সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভেতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি জানান, নিহত হৃদয় হোসেন গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
news24bd.tv/রিমু