দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই থাকল। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জনে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।
news24bd.tv/কামরুল