বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন তাদেরকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৫ নভেম্বর) কুমিল্লায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বক্তব্যে এসব কথা বলেন কাদের। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
কাদের আরও বলেন, বিএনপির বরিশালের সমাবেশের চেয়ে আজকে আওয়ামী লীগের ৬ থানার সমাবেশে লোক বেশি হয়েছে। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আওয়ামী লীগের সমাবেশে কত লোক হয়েছে সেটা দেখে যাওয়ার আহ্বান জানান কাদের।
বিএনপির উদ্দেশে কাদের বলেন, বিদেশীদের কাছে নালিশ করে তারা।
আগামী নির্বাচনের বিষয়ে কাদের বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন উড়ে যাবে। তত্ত্বাবধায়ক ভুত মাথা থেকে নামান। সে সরকার আর আসবে না। ডিসেম্বর বিজয়ের মাস। এ মাস রাজপথে বিএনপির হতে পারে না। মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের দখলে থাকবে। বিজয়ের মাসে কাউকে ছাড় দেয়া হবে না।
news24bd.tv/FA