'আমরা বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই। কখন, কীভাবে কোন বাস্তবতার নিরিখে এটি করা হবে, সেটি দল ও সরকার নির্ধারণ করবে। ' শনিবার (৫ নভেম্বর) এক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির হিসেবে বক্তৃতা রাখেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৬ (২) অনুচ্ছেদ বা ষোড়শ সংশোধনী বাতিলের রায় কার্যকরের বিষয়ে একটি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। তিনি আশা করছেন, এই রিভিউ পিটিশনের শুনানি কিছুদিনের মধ্যেই শেষ হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দেবেন, ঠিক সেভাবেই কাজ করা হবে।
আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর এখনো কোনো চিন্তাভাবনা সরকারের নেই। তবে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, বাড়াবাড়ি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী আদেশ যেকোনো সময় ব্যবহার করা যায় বা বাড়ানো যায়।
news24bd.tv/FA